টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিবসটির কার্যক্রম শুরু হয়।
সকাল ৯ টায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানানো হয়। এক মিনিট নিরবতা পালন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এসময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের গার্ড অব অর্নারে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন ও মধুপুর থানার ওসি এমরানুল কবির। বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন অতিথি ও বীর মুক্তিযোদ্ধাগণ।
উদ্বোধন শেষে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সভাপতিত্ব করেন। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মধুপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাইদুল হাসান শুভ, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
পরে মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ ছাড়াও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও ফকির মাহবুব আনাম স্বপন নেতৃত্বাধীন বিএনপির দুটি গ্রুপ, জামায়াত ইসলামী বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, মধুপুর প্রেসক্লাব, বংশাই নদী বাঁচাও আন্দোলন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন সংঘঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচীতে বিজয় দিবস উদযাপন করে