টাঙ্গাইলের মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই মোটরসাইকেল আরোহী কৃষক দলের নেতা বাবা মজিবুর রহমান (৬০) ও ছেলে জাহিদের (২৭) মৃত্যু হয়েছে। এ সময় অপর মোটরসাইকেলের দুই তরুণ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার বিকেল তিনটার দিকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারের কাছে ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত মজিবুর রহমান ও ছেলে জাহিদ আশ্রা গ্রামের বাসিন্দা। আহত দুইজন মধুপুর পৌর এলাকার দামপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে লিখন (২০) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসির হোসেন (২০)।
স্থানীয়রা জানান, বিকেলে বড় ছেলে জাহিদের ড্রাইভিং করা মোটরসাইকেলে চেপে বাবা ছেলে আশ্রা বাজার থেকে এক কি. মি. পশ্চিমে অবস্থিত বাড়িতে ফির ছিলেন। বাজারের অদূরে সাইদুরের দোকানের সামনে পৌছামাত্র মধুপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা এক তরুণের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে
এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। মজিবুরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এলাকার কাঠ ব্যবসায়ী নিহত মজিবুর রহমান ৩ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। একই ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী লিখন ও তাসির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ এমন ঘটনার কথা নিশ্চিত করেছেন।