দক্ষিণ এশিয়ার সাফ ফুটবলের টানা দুই বারের চ্যাম্পিয়ান স্বপ্ন কন্যা ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সানজিদা,মারিয়া মান্ডা, সাতক্ষীরার সাবিনা,রাঙামাটির ঋতু পর্ণা চাকমা,মণিকা চাকমারা এখন দেশের নারী ফুটবলের অপার সম্ভবনার নাম। তাদের কে অনুসরণ করে নারী ফুটবলের সমৃদ্ধির লক্ষ্যে নিজেদের নাম লেখালো টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের একদল গারো মেয়ে সহ অন্যান্য কিশোরীরা । উপজেলার বেরীবাইদ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের নিয়ে ‘কিশোরী ফুটবল টিম’ গঠন হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক এ টিমের উদ্বোধন ঘোষণা করেছেন। ঘোষণার পর মাঠে ফুটবলে লাথি মেরে প্রশিক্ষর্ণার্থী কিশোরীদের দিকে ঠেলে দেন তিনি। সপ্তম শ্রেণির শিক্ষার্থী রঙচি আতিয়ারা বল আটকিয়ে দিলে উপস্থিত সবার কর তালিতে উদ্বোধন হয় কিশোর ফুটবল টিম গঠনের কার্যক্রম। এর আগে ২০ কিশোরীর হাতে জার্সি ও বলসহ খেলার সামগ্রি তুলে দেন প্রধান অতিথি। এসময় তিনি এ টিম গঠনে তার স্বপ্নের কথা তুলে ধরেন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সবাইকে তিনি এগিয়ে আসার আহবান জানান। খ্রিষ্ট ধর্মালম্বীদের বড়দিনের শুভেচ্ছাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেণ চিসিম।
এ ফুটবল টিম গঠনের নেপথ্যে থাকা উন্নয়ন সংগঠন নিজেরা করি’র অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতি ও বেরীবাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ টিম গঠনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেরীবাইদ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নিজেরা করি’র বিভাগীয় প্রশিক্ষক লুৎফুন্নাহার লিজা, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক এস.এম শহীদ, ফুটবল প্রশিক্ষক ও তারার মেলা কিন্ডার গার্টেনের প্রধান আব্দুল লতিফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নিজেরা করি সংগঠনের কো- অর্ডিনেটর শশী কুমার ত্রিপুরা, অসীম গোস্বামী, মজিবুর রহমান, ভূমিহীন নেতা জোবেদা বেগম,আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী দিনে সপ্তাহে তিন দিন স্কুল মাঠে নিজেরা করি’র সহায়তায় কিশোরীদের ফুটবলের প্রশিক্ষণ দেয়া হবে।