তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির এক কারখানায় বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, কারখানাটি ২০১৪ সালে চালু হয়। সেখানে হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ তৈরি হতো। ঠিক কী কারণে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে, সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে বালিকেসির গভর্নর ইসমাইল উসতাওগলু কারখানায় নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। প্রাথমিত তদন্তের ভিত্তিতে তিনি এই বিস্ফোরণকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছায়। আহত তিনজনের অবস্থা কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।