গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর হামলার ঘটনাসহ দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরকর্মীরা।
শনিবার সন্ধ্যারাতে মধুপুর পৌর শহরে এমন কর্মসূচি পালন করেছে তারা।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধদরর হামলা ও এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এমন খবরেে প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধুপুরের সংগঠকরা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মধুপুর শহীদ স্মৃতি মোড় থেকে এ মশাল মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড আনারস চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে আনারস চত্বরে এসে সমাবেশ করে তারা ।
মশাল মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার প্রতিনিধি সদস্য মো. সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহানুর রহমান, গুলিবিদ্ধ সোলায়মান হোসেন, ছাত্র আন্দোলনের মো.মাজহারুল ইসলাম, টি এ নাঈম, অনিক প্রমুখ।
সমাবেশে বক্তব্য দেন সবুজ ও সোহান। তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো মধুপুর উপজেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। সাথে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।