টাঙ্গাইলের ধনবাড়ীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো.শাহীন মাহমুদ যোগদান করছেন। যোগদান করেই ২৪'র জুলাই- আগস্ট বিপ্লবে ধনবাড়ীর দুই শহীদের কবর জিয়ারত করেছেন তিনি।
সোমবার (৩ মার্চ) মো.শাহীন মাহমুদ যোগদান করে তাঁদের কবর জিয়ারত করেন। শহীদদের রুহের মাগফিরাত শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা স্বরূপ ইফতার সামগ্রী তুলে উপহার দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ইকরামুল হক সাজিদ।
২৪'র আন্দোলনে ঢাকায় শহীদ হন সাজিদ। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিল কুকরি। লাশ গ্রামে এনে জানাযা শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়।
একই আন্দােলনে শহীদ হন বিল্লাল হোসেন। তাঁকেও দাফন করা হয় তাঁর বাড়ি বীরতারা ইউনিয়নের কদমতলীতে। এই দুই শহীদের কবর জিয়ারত করে নতুন কর্মস্থল ধনবাড়ীতে প্রশাসনিক কার্যক্রম শুরু করলেন নতুন ইউএনও। এসময় নতুন ইউএনও মো.শাহীন মাহমুদের সাথে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সায়েমন ইমরান, শহীদ সাজিদের ভাই সাইদুল ইসলাম আপনসহ দুই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।