টাঙ্গাইলের মধুপুরের রক্ত যোদ্ধাদের সংগঠন “হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি” এর উদ্যোগে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং পরবর্তী ইফতার মাহফিল করেছে।
শুক্রবার (১৪ মার্চ) পবিত্র মাহে রমজানের ১৩তম রোজায় মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে গত ২৭ ফেব্রুয়ারি মধুপুরের গোলাবাড়ী ব্রিজের পূর্ব পাড়ে কাইতকাই এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বন্ধু রুহুল আমিন রনি ও রুহুল আমিন নিহত ও সুমি আহত হয়ে হাসপাতালে আছেন। প্রয়াত দুই বন্ধুর আত্মার মাগফেরাত ও আহত বোনের সুস্থতা কামনায় আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আলোচনা পর্বে হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির সভাপতি সোহান তালুকদার সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা এস এম শহীদ, হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির উপদেষ্টা রাসেল কবির, ওলি উল্লাহ, সাধারণ সম্পাদক আরশেদ আলম এবং সোসাইটির এডমিন খাইরুল ইসলাম সুমন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত টিআইবি(সনাক), হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি, নব দিগন্ত ব্লাড গ্রুপ, স্টুডেন্টস কল্যাণ তহবিল, রক্তের বাধঁন যুব সংস্থাসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।