ধনবাড়ীর ৪টি ইট ভাটায় অভিযান
ভ্রাম্যমাণ আদালতে বন্ধ ঘোষণার প্রক্রিয়া

- আপডেট সময় : ১১:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ৪ ইটভাটায অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ ঘোষণার প্রক্রিয়া করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হকের যৌথ উদ্যোগে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার
বানিয়াজান ইউনিয়নের পাথালিয়া এলাকায় মেসার্স মা ব্রিকস, মেসার্স নবাব ব্রিকস, হবিপুর এলাকায় একতা ব্রিকস এবং উখারিয়াবাড়ি এলাকায় মেসার্স বংশাই ব্রিকস এ অভিযান পরিচালিত হয়।
ইট প্রস্তুত, ভাটা স্থাপন, জ্বালানি কাঠ ব্যবহার নিষিদ্ধ এবং ইটভাটা গুলোর নিবন্ধন না থাকায় ইট ভাটার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দ্বারা চুল্লির আগুন নিভিয়ে দেয়া এবং স্থায়ী ভাবে উক্ত ইটভাটা গুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতেও পরিচালনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।