এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেঘালয়ার ভিভান্তা হোটেলে উঠবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আজ কলকাতার উদ্দেশে সকাল ৯টায় দেশ ছাড়ে বাংলাদেশ। কলকাতা থেকে পরে বিকেল ৪টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছেছে।
২৪ সদস্যের দল নিয়ে ভারতে গেছে বাংলাদেশ। যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন।
তারও আগে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করা ২৯ ফুটবলার থেকে বাদ পড়েছেন ইতালিয়ানপ্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।
অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে নামার অপেক্ষায় আছেন হামজা। আগামী ২৫ মার্চ শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডারের অভিষেক হবে।
শালবনবার্তা২৪.কম/এসআই