টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ পরীক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র হিসেবে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে মধুপুর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরের সড়ক মোহনায বিক্ষোভকারীরা অবস্থান করে এ বিক্ষোভ করে। তারা দাবি করে, গত কয়েক বছর যাবৎ মধুপুর কলেজের পাবলিক পরীক্ষা পাশের রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভ্যানুতে অনুষ্ঠিত হয়ে আসছে। কেন্দ্র ওই স্কুলে পুন: প্রতিষ্ঠা করতে তারা দাবি তুলেন। তাদের প্রায় দুই ঘন্টার অবস্থানে মধুপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা, জামালপুর, ময়মনসিংহ এই তিন সড়কে কয়েক কি.মি যানবাহন বন্ধ হয়ে দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়। এতে অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়ে। পুরো মধুপুর অচল হয়ে যায়।
বেলা ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ করে আবার মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে অবস্থান নিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে গত ১৮ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর কেন্দ্র পুনঃ বহালের দাবিতে লিখিত আবেদন দিয়ে শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে আসে।
সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করে, মধুপুরের এক বিশেষ মহলের ইন্ধনে মধুপুর সরকারি কলেজের নির্ধারিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আগের ভ্যানুতেই রাখার জন্য বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা হয। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। এক পর্যায়ে
মধুপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টিম এসে আন্দোলনকরীদের দাবির যৌক্তিকতায় সমর্থন দেয়। এ সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলী বক্তৃতা করে তাদের শাস্ত করার চেষ্টা করেন। মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, আসন্ন ঈদের পর সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নেতৃত্বে একটি টিম ডিসির সাথে সাক্ষাৎ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুয়ায়ী সমাধানের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছে।
উল্লেখ্য, মধুপুর সরকারি কলেজ ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নিয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈরি সম্পর্ক সৃষ্টি হাওয়ায় কয়েক বছর ধরে পৃথক ভ্যানুতে পরীক্ষা চলে আসছিল। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পাশের উপজেলা ঘাটাইলে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে। অপরদিকে মধুপুর সরকারি কলেজের পরীক্ষার্থীরা পাশের রাণী ভবানীতে পরীক্ষা দিত। এবার সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য কেন্দ্র ঘোষণা করা হয়েছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা।