টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় মধুপুর সনাকের প্রয়াত দুই ইয়েস সদস্যদের স্মরণে "স্মরণসভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
২৭ ফেব্রুয়ারি টিআইবি মধুপুর শাখার ইর্ন্টান ও ইয়েস গ্রুপের তিন সদস্য রুহুল আমিন রনি, রুহুল আমিন ও সুমি খাতুন কাজ শেষ করে মধুপুর ফেরার পথে দুর্ঘটনায় পড়ে মারা গেছেন।
ওইদিন টাঙ্গাইল - জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের গোলাবাড়ী ব্রিজ পার হয়ে কাইতকাই সীমানায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুরের মৃত্যু হয়।অটোরিক্সার যাত্রী ইয়েস গ্রুপের ৩ সদস্য প্রথমে গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন মধুপুরের পিরোজপুর এলাকার রুহুল আমিনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় ওইদিন রাতেই ঢকায় পাঠানো হয়। সুমিকে পঙ্গুতে আর রনি কে ঢাকা মেডিকেলে ভর্তি করে পরে নেয়া হয় পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখার দুইদিনে উন্নতি না হলে রাতে নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করার পরের দিন রাতে মারা যান রুহুল আমিন রনিও। অন্যদিকে আহত ইন্টার্ন সুমি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে। তার দেহের বিভিন্ন স্থানের ৬ টি হাড় ভেঙে গেছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের পক্ষ থেকে প্রয়াত ওই দুই ইয়েস'র স্মরণে আয়োজিত স্মরণসভায সনাক সভাপতি আব্দুল মালেক সভাপতিত্ব করেন।
সনাক সদস্য সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রুহুল আমীন রনির বাবা সোলায়মান কবির, রুহুল আমীনের খালা বানেছা বেগম, সনাক সদস্য ডা.শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সাদের আলী,শ্রীকুমার গুহ নিয়োগী,ইয়েস সদস্য সেলিনা পারভীন, মাজহারুল ইসলাম এসিজি সদস্য শারমীন,সাবেক ইয়েস রায়হান সজীব,সাংবাদিক এমএস শহীদ, টিআইবি'র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম ও ঢাকা বিভাগীয় ক্লাস্টার কো-অর্ডিনেটর মো.মাহান-উল-হক নোবেল প্রমূখ ।
উক্ত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন বলেন ‘‘
দুর্ঘটনায় আমরা সম্ভাবনাময় দুই তরুনকে হারিয়েছি।
বিশেষ অতিথি সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া আগামিতে সবাই মিলে এই সমস্যা সমাধানের জন্য কাজ করার আহবান জানান।
শেষে প্রয়াত দুই ইয়েস ও চিকিৎসাধীন সুমি খাতুনের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে নিরাপদ সড়ক ও সড়কে সুশাসনের দাবিতে নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে হতাহত পরিবারের সদস্যসহ সনাক, ইয়েস, এসিজি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকসহ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।