সোমবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার হল রুমে অনুষ্ঠিত ওই সভায় পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন সভাপতিত্ব করেন ।
সভায় গত তিন মাসের পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। গত সভার কার্য বিবরণী তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।পরে টিএলসিসির সদস্যগণ চলমান বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় পৌর নাগরিক করের আদায় হার বাড়ানোর জন্য পরামর্শ দেন অনেকে। পৌরসভার টিএলসি সির সদস্যদের ভূমিকা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তাগণ। এতে টিএলসিসির সদস্যগণ নিজ এলাকার সমস্যা নিয়ে বক্তৃতা করেন।
পরে মধুপুর পৌরসভার প্রাকৌশলী সাইফুজ্জামান তালুকদার ও পৌর পরিষদ পরিচালনায় কাউন্সিলরের দায়িত্বে থাকা মধুপুর উপজেলার প্রকৌশলী জয়নাল আবেদীন সাগরকে বদলির জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান মির্জা জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও পৌর পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।