টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের অফিসারদের সংগঠন অফিসার্স ক্লাব ইফতার মাহফিল করেছে। কর্মসূচিতে উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগরের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়াকে বরণ করার আনুষ্ঠানিকতা হয়েছে।
সোমবার বিকেলে ২৩ রমজানে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিলে বরণ- বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন সভাপতিত্ব করেন।
সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিযা ছিলেন বিশেষ অতিথি। একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান,বিদায়ী প্রকৌশলী জয়নাল আবেদিন সাগর, নতুন যোগদানকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া, পিআইও রাজিব আল রানা, আইটি কর্মকর্তা আব্ররুর রহমান শিমুল, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোসলেমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা , গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন