পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পবিত্র ঈদ এবং রমজান উপলক্ষ্যে অনুদান বরাদ্দ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দকৃত খাত থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসক বরাবর ১২ লাখ টাকা এবং পার্বত্য তিন জেলা পরিষদ চেয়ারম্যানদের অনুকূলে ৪৫০ মেট্রিক টন চাল অনুদান মঞ্জুরি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ মার্চ জারিকৃত মঞ্জুরিপত্রে তিন পার্বত্য জেলার ইসলাম ধর্মাবলম্বীদের ‘ঈদুল ফিতর এবং মাহে রমজান’ উপলক্ষ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা প্রশাসকদের অনুকূলে ১২ লাখ টাকা এবং গত ১৭ মার্চ জারিকৃত মঞ্জুরি আদেশে বিভিন্ন মসজিদে অনুদান হিসেবে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খাদ্যশস্য হিসাবে ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।