টাঙ্গাইলের মধুপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিঠু সরকার (৪৫) নামের ট্রাক চালক নিহত হয়েছেন।দুর্ঘটনার পর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
বুধবার দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু রাজশাহীর মুক্তারপুরের চারাঘাটের জনৈক মৃত জমশের আলীর ছেলে।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বোরহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুপুরগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- উ - ১২-১৪৯৫) ঘটনাস্থলে পৌছার পর ঢাকাগামী বিনিময় সার্ভিসের বাসের ( ঢাকা মেট্রো ব- ১৩-০৯৯৬) মুখোমুখি সংঘর্ষে একটা আরেকটার ভিতরে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান( ট্রাক) ড্রাইভার ভিতরে আটকা পড়া অবস্থায পাওয়া যায়।
তার নেতৃত্বে ২ টি ইউনিট বাসকে পিছনের দিকে টেনে সরিয়ে মেশিনে কেটে আহত চালককে উদ্ধার করা হয়। এতে ঘন্টা দেড়েক সময় লাগে। উদ্ধার শেষে বিভাগীয় এ্যাম্বুলেন্সে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওযার পর তার মৃত্যু হয়।
মধুপুর থানা পুলিশ জানায়, বাস এবং কাভার্ডভ্যান দুটোই পুলিশ হেফাজতে। আইনি প্রক্রিয়া চলছে।
শালবনবার্তা২৪.কম/এসআই