টাঙ্গাইলের মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী -রাণীভবানীয়ানদের অংশগ্রহণে এমআরবিপিএল ২০২৫ সিজন -১ শুরু হওয়ার চতুর্থ দিন অতিবাহিত হলো রোববার।
চতুর্থ দিনের সপ্তম খেলায় ২৪ ব্যাচের কাছে সোনালী অতীতের শোচনীয় পরাজয় হয়েছে। অষ্টম ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করেছে ২০১১ ব্যাচের "ওরা ১১" টিম।
T-10 খেলার এই আসরে রোববার বেলা ২ টায় মাঠে নামে গোল্ডেন পাস্ট ও ভবানীয়ান হান্টার'২৪। টসে জিতে গোল্ডন পাস্ট(সোনালী অতীত)ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে দশ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। ভবানীয়ান হান্টার'২৪ খুব সহজেই মাত্র তিন উইকেটের পতনে ৭৮ রান হাকায়। এতে ওভার খরচের খাতায় ব্যয় হয মাত্র ৫.৩।
অষ্টম ম্যাচে ব্যাটের সুযোগ আসে ভবানীয়ান স্টাইকার্স'২৩ টিমের। সবগুলো উইকেট হারায় ১০ ওভারে। এতে তাদের রানের খাতায় তিন অংকের রান ১৩২ লেখা উঠে। ১৩৪ এর টার্গেট নিয়ে ২০১১ ব্যাচের ওরা ১১ টিম খেলতে নেমে অর্ধেক উইকেট ব্যয় করে। ১০ ওভারের বিনিময়ে ১৩৩ রানে পৌছে জয় নিয়ে আসরে যাত্রা করেছে।
রাণী ভবানীয়ানদের ১৬ টি টিমের অংশগ্রহণ এমআর বিপিএল ২০২৫ এর এই আসরের জমকালো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঈদুল ফিতরের দিন সোমবার বিকেলে। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাণী ভবানীর ১৯৮৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী লে.কর্নেল (অবসরপ্রাপ্ত) আসাদুল ইসলাম আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ এবং এই বিদ্যালয়ে ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী বর্তমানে বি আর টি সির ঢাকা ডিপো অফিসের ম্যানেজার(অপারেশন) মফিজ উদ্দিন।
শালবনবার্তা২৪.কম/এসআই