১৯৮২ ব্যাচের মধুপুর রাণী ভবানীয়ান, বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষক জয়নাল আবেদিন খান বাবলু বলেছেন, দেশ এখন নেশার এক কঠিন সময় পার করছে। তরুণদের বড় একটা অংশ এই নেশার সাথে জড়িত। শুধু মাদকের নেশাই নয়, মোবাইলের নেশা এখন মাদকের মতো বিপদজনক। এ নেশা থেকে তরুণদের দূরে রাখতে রাণী ভবানীর ক্রিকেট আয়োজন প্রশংসার দাবিদার। বুধবারের চারটি ম্যাচ পরবর্তী ম্যাচ সেরাদের মাঝে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমআর বিপিএল২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার এবং রাণী ভবানীয়ান, ১৯৯৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী তাপস গুহ নিয়োগী। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য ফকির জাহাঙ্গীর আলম,আরিফুর রহমান রতন, মনোয়ার হাসান তালুকদার পলাশ,শিপন, আলমগীর কবির,আক্তার ফারুক, অমিত কুমার সিংহ,,স্বপন মিয়া, বন্ধুমহলের খন্দকার কবির, কামাল হোসেন প্রমুখ।
বুধবারের(২ এপ্রিল) চারটি ম্যাচ-
ঈদের তৃতীয় দিনের প্রথম ম্যাচে রানী ভবানীয়ান ফ্রেন্ডস ইউনিটি ব্যাচ ২০২১ প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে জবাবে অদম্য ১৩ নির্ধারিত ১০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
জবাবে ফ্রেন্ডস ইউনিটি ৫৭ রানে জয় লাভ করে।
দ্বিতীয় ম্যাচ দুরন্ত'১৯ এর মুখোমুখি হয় প্রলয়'১৫।দূরন্ত ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান করে। জবাবে প্রলয'১৫টিম তিন উইকেটে টার্গেটে পৌঁছে ৭ উইকেটে বিজয় লাভ করে।
দিনের তৃতীয় ম্যাচে গোল্ডেন পাস্ট (সোনালী অতীত) ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান সংগ্রহ করে। তারণ্য'১৭ মাত্র ৬.১ ওভারে ২ টি উইকেট হারায়। ১ রান দূরে যখন জয় অপেক্ষা করছে তখন শেষ বলে ৬ মেরে ১১৯ নিয়ে জয় পায়।
চতুর্থ ম্যাচে ভবানীয়ান স্টাইকার্স'২৩ বনাম এমআরবি স্পোর্টস একাডেমির খেলায় প্রথম ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৬০ রান সংগ্রহ করে বড় টার্গেট বেধে দেয়। জবাবে এমআরবি স্পোর্টস একাডেমি সব ওভার টিকে ছিল। ২ উইকেট হারিয়ে ১২৪ রানে আটকে যায়। ফলে ৩৬ রানের ব্যবধানে জয় চলে যায় এমআরবি স্পোর্টস একাডেমির পক্ষে।