১৯৭৬ ব্যাচের মধুপুর রাণী ভবানীয়ান,কিশোরগঞ্জ বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মোশারফ হোসেন বলেছেন, রাণী ভবানীয়ানদের আয়োজনে এমআরবিপিএল ২০২৫ ক্রিকেটের এই টুর্নামেন্ট বড় একটা অর্থ বহন করে। এই এই আয়োজন ভবানীয়ানদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে। এ আয়োজনকে অব্যাহত রাখবার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
শনিবার কোয়ার্টার ফাইনালেরটার চারটি ম্যাচ শেষে
ম্যাচ সেরার হাতে ট্রফি তুলে দেয়া ও আয়োজক এবং খেলোয়াড়দের উৎসাহ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে মধুপুর রাণী ভবানীর শিক্ষক শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রয়াতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি ১৯৮৬ ব্যাচের রাণী ভবানীয়ান খালিদুল ইসলাম খোকন বলেন, ক্রীড়ার যে কোনো ইভেন্ট তারুণ্য শক্তি গঠনে সহায়ক। সুস্থ্য জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। রাণী ভবানীয়ানদের আয়োজন প্রশংসার দাবি রাখে। এমন আয়োজন মধুপুরে অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (৫ এপ্রিল) খেলার ফলাফল
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ভবানীয়ান ফ্রেন্ডস ইউনিটি'২১ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। ৯৮ রানের টার্গেটে নেমে দ্বিতীয় ইনিংসে ভবানীয়ান হান্টার্স'২৪ যেন মাঠে টিকতেই পারেনি।৩৭ রান সংগ্রহ করতেই সব উইকেট হারিয়ে বড় ব্যবধানের হার মেনে মাঠ ছাড়ে তারা।
ভবানীয়ান ভাইপার্স২০ ও বাউন্ডারি ব্রেকার্স'২২টিমে মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ভবানীয়ান ভাইপার্স২০। ১০ ওভার খেলতে গিয়ে তাদের ৬ টি উইকেটের পতন হয়। বিনিময়ে রান আসে ১১১। জবাবে বাউন্ডারি ব্রেকার্স মাঠে ব্যাট করে কোন উইকেট ছাড়াই ৮ ওভার খেলে জয়ী হয়ে সেমিফাইনাল কোয়ালিফাই করেছে।
তৃতীয় ম্যাচ ভবানীয়ান ব্রেভস'১৮ ব্যাট করে ৪ উইকেটে মাত্র ৯৫ রান করতে সক্ষম হয়। ব্যাট করতে মাঠে নেমে ৭ উইকেটে জয় পেয়ে সেমিফাইনালে খেলার তালিকায নাম লেখায় সিক্সার্স সিক্সটিন।
চতুর্থ ম্যাচে জাহিদের ১৪২ রানের অপরাজিত ইনিংস গড়ে ভবানীয়ান স্টাইকার্স টিম। ২ উইকেটের পতনে ১০ ওভারে তারা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান১৭৫ করে মাঠ ছাড়ে। প্রলয়'১৫ মাঠে নেমে পর পর উইকেট খুইয়ে ১২৩ রানে আটকে গিয়ে হার মেনে এমআরবিপিএল২০২৫ সিজন -১ থেকে আপাতত বাদ পড়ে যায়।
জয়ী চার দলের মধ্যে রোববার সেসিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।