টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় কাজে ফেরা বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং অবৈধ পার্কিং এ যানযট নিরসনে অভিযানসহ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এমন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদরর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা এবং যত্রতত্র যানবাহন পার্কিং করে অসহনীয় যানজট সৃষ্টিতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এমন অভিযোগে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান ও আদালত পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।এসময় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মধুপুর সেনা ক্যাম্পের একটি টিম।
নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার দায়ে কয়েকটি যানবাহনের বিপরীতে আদালত পরিচালনা করে সড়ক পরিবহণ আইনে তিন চালকের কাছ থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
শালবনবার্তা২৪.কম/এআর