গাজায় ইজরায়েলি হানাদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলের মধুপুরেও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইসলাম প্রিয় তৌহিদী জনতা মধুপুর বাসীর ব্যানারে মধুপুর পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের ছাত্র জনতা,পেশাজীবী ব্যবসায়ীরা অংশ নেন।
এছাড়া সমাবেশ শেষে সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামের সামনে গাজায় ইসরাইলি হানাদার বাহিনীর নির্মম হামলার ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
এর আগে বিকেলে মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বর থেকে বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ শেষে মধুপুর অডিটরিয়ামের সামনে এসে সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আনোয়ার হোসেন, মাও. মাহমুদুল্লাহ,ছালিম আহমেদ।