মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে জমায়েত হয়। বিক্ষোভকারী এইচএসসি পরীক্ষার্থীরা বাসস্ট্যান্ডের আনারস চত্বরে অবস্থান নিয়ে তিনটি আঞ্চলিক মহাসড়কে অবরোধ বাসায়। অবরোধ করে তাদের পরীক্ষার ভেন্যু কেন্দ্র মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনর্বহাল দাবিতে স্লোাগান দিতে থাকে। অবস্থানকালীন তারা বলেন, গত পাঁচ বছর ধরে মধুপুর সরকারি কলেজের ভেনু কেন্দ্র রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু এবার কেন্দ্র পরিবর্তন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করার ঘোষণা এসেছে। তারা শহীদ স্মৃতি কেন্দ্রে পরীক্ষা দিতে নারাজ । এর প্রতিবাদে তারা গত ২০ মার্চ থেকে বিক্ষোভ শুরু করে।ওইদিনও তারা সড়ক অবরোধ করে। শালবনবার্তা২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন করে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা ওইদিন অবরোধ তুলে নেয়। কোন দৃশ্যমান ফলনা পেয়ে তারা রোজা ও ঈদ পরবর্তী আবার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ডাক দেয়।
প্রায় ঘন্টাব্যাপি অবরোধে তিনটব সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে ওঠে। স্থানীয় প্রশাসন,মধুপুর সেনা ক্যাম্পের সেনা কর্মকর্তা এবং সরকারি কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।বিকেলে মধুপুর কলেজের শিক্ষক মিলনায়তনে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জোবায়ের হোসেন, সেনা ক্যাম্পের ক্যাপটেন শাহরিয়ার,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী। ইউএনও জোবায়ের হোসেন জানান, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা সাপেক্ষে নতুন ভেন্যু কলেজ শর্ত হওয়ায় ধনবাড়ীর ভাইঘাট আইডিয়াল কলেজ কে বিকল্প কেন্দ্র হিসেবে প্রস্তাব করা হয়েছে। এতে বিক্ষোভকারী পরীক্ষার্থীরা মেনে নেওয়ার আশ্বাস দেয়।তাদেরকে পরীক্ষার টেবিলে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তারা কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফিরে গেছে।