প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১১:১৯ পি.এম
চ্যাম্পিয়ান দলের হার ধনবাড়ী নারী ফুটবল দলের কাছে

প্রীতি ফুটবল ম্যাচ খেলে জেলা চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে ধনবাড়ী নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
শনিবার বিকাল ৪ টায় বর্ণাঢ্য আয়োজন ছিল জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনুর্ধ্ব-১৭) কৃতি ফুটবলারদের সংবর্ধনায়। এতে চ্যাম্পিয়ান দলের সাথে ধনবাড়ী নারী ফুটবল দলের এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইজরাত জাহান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ । উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো: রকিবুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) এনামুল হক, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা হিসাব রক্ষক মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ান নারী ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে ধনবাড়ী উপজেলার নারী ফুটবল দল জয় লাভ করে।
ধনবাড়ী উপজেলা নারী ফুটবল দলের এ জযে ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত কোচ জহিরুল ইসলাম মিলন ইতিবাচক মনে করেছেন। আন্ত: সম্পর্ক উন্নয়নে এমন আয়োজন গুরুত্ব বহন করে বলেও জানান তিনি।
শালবনবার্তা২৪.কম/এআর
কপিরাইট © ২০২৫ শালবন বার্তা-২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত