টাঙ্গাইলের মধুপুরে এসএসসি ও সমমান শিক্ষার্থী, অভিভাবক, ডিউটিরত সকল শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও কলম বিতরণ করা হয়েছে। এছাড়াও অভিভাবকদের জন্য ছায়া যুক্ত স্থানের বসার ব্যবস্থা করে ছাত্রদল।
মঙ্গলবার (২২এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় মধুপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে খাবার সালাইন, বিশুদ্ধ পানি ও কলম বিতরণ করা হয়েছে। বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির হাসান অন্তর।
মধুপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির হাসান অন্তর বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য মধুপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে আমরা সেবা কেন্দ্র চালু করেছি। উক্ত সেবা কেন্দ্রে শিক্ষার্থীদের অভিভাবকগণ বিশ্রাম গ্রহণ করতে পারবেন এবং সেখানে তারা বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি খেতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্যও আমরা খাবার স্যালাইন ও পানির ব্যবস্থা করেছি।
এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক নাউম, ছাত্রদল নেতা তুজাম্মেল হক তূর্য, তানজিম, সোলাইমান, শামীম, রনি, আতিক, আশিক, খোকন প্রমুখ।
শালবনবার্তা২৪.কম/এআর