টাঙ্গাইলের মধুপুরে দুলাল (৫৬) নামের অটোরিক্সা চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাই ছিনতাইকারী আব্দুর রশীদ (৩০)কে আটক ও রিক্সা উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় মধুপুর থানায় মামলা করেছেন আক্রমণের শিকার আহত দুলালের ছেলে লিটন । আর আটক ছিনতাইকারী টেংরি এলাকার কাঁঠালতলী মোড়ের বাসিন্দা মৃত বুইদা মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার গভীর রাতে মধুপুর পৌর শহরের হাটখোলা এলাকা থেকে রশীদ মধুপুর - টাঙ্গাইল রোডের মালাউড়ি যাওয়ার জন্য পুন্ডুরা (বড়বাজার) এলাকার ইউনুস আলীর ছেলে অটোচালক দুলাল মিয়ার অটোতে উঠেন।আশুরা যাওয়ার রাস্তার মাথায় পৌছানোর পর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে অটো নিয়ে পালিয়ে যায় রশীদ।
অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন তিনি। পরে স্থানীয় লোকজন আহত অটো চালক দুলাল'কে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, ছিনতাইকারী রশীদ অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাতেই বন এলাকার স্থানীয়দের হাতে আটক হয়। পরে স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করেন।
শালবনবার্তা২৪.কম/এআর