খুশি আর ত্যাগের মহিমায় ঈদুল আজহা। ঈদের আনন্দ-উৎসব উদযাপনে মেতে উঠেছে টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকার নানা শ্রেনীর মানুষ।
ঈদ উৎসবকে কেন্দ্র করে উপজেলার অরনখোলা ইউনিয়নের গাছাবাড়ী তরুণ প্রজন্ম সমাজসেবা সংস্থা'র আয়োজনে গ্রাম-বাংলায় বিলুপ্তির পথে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু), রশি টানাটানি, হাড়ী ভাঙা খেলাসহ নানা ধরণের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
ত্যাগের মহিমায় ঈদুল আজহার তৃতীয় দিন সোমবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাছাবাড়ী তরুণ প্রজন্ম সমাজসেবা সংস্থা'র উদ্যোগে কৃষকের ঈদ আনন্দ আয়োজন করা হয়। গ্রাম-বাংলার এসব খেলাধুলা দেখতে নানা শ্রেণি বয়সী নারী-পুরুষের হাজারো মানুষের ঢল নামে।
খেলা শেষে "গাছাবাড়ী তরুণ প্রজন্ম সমাজসেবা সংস্থা" এর সভাপতি মোহাম্মদ আব্দুল করিম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, অরোণখোলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) নুর মোহাম্মদ, সাদিকুল ইসলাম সাদিক, ফাহাদ, আল-আমীন, মুক্তার হোসেন, শমশের, ইমরান, সুজন, আজিজুর, শাকিল, শামীম হোসেনসহ তরুণ প্রজন্ম সমাজ সংস্থার সকল সদস্যবৃন্দ।
শালবনবার্তা২৪.কম/এসআই