টাঙ্গাইলের মধুপুরে ভুল চিকিৎসা, মেয়াদোত্তীর্ন ঔষধ সংরক্ষণ ও লাইসেন্সবিহীন ঔষধের ডিসপেনসারি চালানোর দায়ে বিশজিৎ বসু নামের^ এক পল্লী চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে মধুপুর পৌরসভার জটাবাড়ী মৌজার বাসিন্দা ওই পল্লী চিকিৎসকর বাড়ির পাশের একটি সেন্টারে অভিযান পরিচালনা করে আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত ও প্রসিকিউশন সূত্র জানায়, বিশ^জিৎ বসু নিয়মিত ঝুঁকিপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে লিখে আসছিলেন, যা গ্রহণের পরামর্শ নিবন্ধিত এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া দিতে পারেন না। অথচ তিনি নিজের নামে প্রেসক্রিপশন প্যাডে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা দিচ্ছিলেন।এছাড়া একটি ফার্মেসির লাইসেন্স দিয়ে দুটি ফার্মেসি চালিয়ে আসছিলেন। যোগ্যতা নেই এমন ব্যক্তিকে ফার্মাসিস্টের কাজে নিয়োজিত করেছিলেন। তার ফার্মেসি তল্লাশিকালে বেশি কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এ সকল অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে মধুপুর সেনাক্যাম্পের একটি দল।
শালবনবার্তা২৪.কম/এআর