বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্কাউট শাখার আয়োজনে দিনব্যাপি কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি মো. জুবায়ের হোসেন।
এই কাব উৎসবে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউটের দেড় শতাধিক সদস্য ১০ টি স্টেশনে ভাগ হয়ে অংশগ্রহণ করে। উৎসবে তারা দক্ষতা বৃদ্ধির নানা কৌশল রপ্ত করতে নৃত্যের মাধ্যমে আইন শিক্ষার মজাদার খেলায় অংশ নেয়। গ্রামীণ জীবনে মাছ শিকারের মতো শখ বা পেশার দক্ষতা বৃদ্ধির কৌশলকে তারা খেলার মাধ্যমে জানতে পেরেছে। জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী করতে তাদেরকে তীর নিক্ষেপে অংশ নিতে প্রেরণা দেয়ার ইভেন্ট ছিল আকর্ষণীয়। ব্যবসা শেখার লক্ষ্য নিয়ে মোহর বা কয়েন অর্জন এবং তা ব্যয়ের কৌশলে শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ছিল উৎসবের অন্যতম। এমনই নানা ইভেন্টে দিনব্যাপি কাব স্কাউটরা একসাথে ছিল সরব। আর এদেরকে উৎসাহ ও যোগান দিতে স্বক্রিয় ছিলেন স্কাউট কর্মকর্তাগণ ।
সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সাথে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, স্কাউট কমিশনার তারেকুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ফকির,। কাব লিডার নার্গিস আক্তার ও শাহজাহান আলী ছিলেন কর্মসূচি সঞ্চালক। স্কাউটের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ছাড়াও এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মধুপুর শাখার সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ।