এনজিও আর ব্যক্তিগত ঋণের যন্ত্রণায় টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি বনাঞ্চল এলাকার সাইদ আলী (৫০) নামের এক ভ্যান রিক্সাচালক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুরে আগের দিন বাড়ি থেকে বের হওয়া সাইদের লাশ শালবন থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু সাইদ উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের মৃত কিতাব আলী আকন্দ'র ছেলে। ঋণে জর্জরিত সাইদ হতাশাগ্রস্ত হয়ে বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে গাছাবাড়ী ফার্মপাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজনের খোঁজাখুঁজির মধ্যে পরেরদিন বুধবার দুপুরে আকন্দ বাড়ি মসজিদের পূর্বপাশে শালবনে গরুর রাখাল তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন।কয়েক লক্ষ টাকা ঋণ ছিল তার। আয় সংকোচিত, পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্কের অবনতি আর পাওনাদারদের চাপের যন্ত্রণায় দিশেহারা সাইদ কীটনাশক পান করে আতœহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর রহস্য নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
শালবনবার্তা২৪.কম/এআর