তারেক জিয়ার নামে সম্প্রতি কুরুচিপূর্ণ স্লোগান ও আপত্তিকর বক্তৃতার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রুপের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা শেষে মোহাম্মদ আলী গ্রুপের দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে জমায়েত হয়। সমাবেশে বক্তৃতায় নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপত্তিকর স্লোগান ও বক্তৃতার নিন্দা ও প্রতিবাদ জানান। ওই সমােবশ স্থল থেকে সন্ধ্যার আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে পথ সভা করে। এতে সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা আইন উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম মোর্শেদ রঞ্জু।
প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এর আগে বক্তৃতা করেন অবিভক্ত মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ টিয়া, মধুপুর পৌর বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, আতাউর রহমান পিন্টু, অধ্যাপক আব্দুল আজিজ, কাদের মাস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, অবিভক্ত মধুপুর উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, খলিল মাস্টার প্রমুখ।
পথসভা শেষে কেন্দুয়া রোডে পৌর শহরের চৌরাস্তা এলাকায় মোহাম্মদ আলী গ্রুপের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হয়। উদ্বোধন করেন এডভোকেট মোহাম্মদ আলী। উদ্বোধন পরবর্তী একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।