সিরাজগঞ্জের সলংগায় র্যাবের অভিযানে মাদকসহ রেকশোনা (৩২) নামের নারী কারবারি আটক হয়েছে।
শনিবার দিনগত রাত সোয়া দুইটায় র্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগার ঢাকা রাজশাহী হাইওয়ে সড়কের পাশে নুর জাহান হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রেকশোনা আটক হয়।
অভিযান সূত্র জানায়,এ সময় তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়। আটক রেকশোনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুরচর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন বাস যোগে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।