টাঙ্গাইলের মধুপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর রমেশ সাংমা প্রয়াত হয়েছেন। বার্ধক্য জনিত রোগাক্রান্ত হয়ে তিনি শুক্রবার (২৯ আগস্ট)সকালে বনাঞ্চলের পীরগাছা গ্রামর নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন।
একই দিন বিকেলে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠান পীরগাছাতে অনুষ্ঠিত হয়। এর আগে বাড়ির আঙ্গিনায় প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। টাঙ্গাইল থেকে আসা পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করে। এতে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এ সময় মধুপুর থানার প্রতিনিধি অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই বিমল চন্দ্র পাইন কমান্ডিং দায়িত্বে ছিলেন। প্রয়াতের প্রতি দেয়া হয় ফুলেল শ্রদ্ধা। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নবনিযুক্ত কমান্ডার আবদুস সামাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আবুল হোসেন, বাবু অশোক চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য, প্রয়াতের স্বজন ও জনগণ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে,দুই মেয়েসহ আত্নীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭৮ বছর।