ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি জানিয়েছেন, তিনি নিজেকে ‘ইন্ট্রোভার্ট’ বলে মনে করেন। দীর্ঘ প্রায় এক যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও সম্প্রতি প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখান তিনি। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমেই পূর্ণতা পেয়েছে তার স্বপ্ন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সাবিলা নূর নিজের ব্যক্তিগত জীবন ও স্বভাব নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, বাইরে থেকে তাকে অনেক সময় ভিন্নভাবে দেখা গেলেও প্রকৃতপক্ষে তিনি স্বভাবতই কিছুটা অন্তর্মুখী।
তার ভাষ্য, “যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না তারা হয়তো ভাবতে পারেন আমি ভিন্ন ধরনের। কিন্তু আসলে আমি ইন্ট্রোভার্ট। কোনো নতুন জায়গায় গেলে বা অনেক ভিড়ের মধ্যে আমি অস্বস্তি বোধ করি। তখন হয়তো নার্ভাসনেস বা কনফিউশন দেখা যায়।”
অভিনেত্রী আরও বলেন, “একটা জায়গায় মানিয়ে নিতে আমার সময় লাগে। তবে যখন কারও সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় তখন আমাকে অন্যরকম একজন মানুষ হিসেবেই খুঁজে পাবেন।”
সাবিলা স্বীকার করেন, শোবিজে তার অবস্থান নির্ভর করছে ভালো কাজের ওপর। তিনি মনে করেন, এখনকার মতো বড় পর্দার সাফল্য তাকে জনপ্রিয় করেছে। তবে আগামীতে যদি ভালো কাজ না আসে, দর্শক হয়তো তাকে মনে রাখবেন না।
এই খোলামেলা আলাপের মাধ্যমে ভক্তরা সাবিলা নূরের ব্যক্তিত্বের এক নতুন দিক সম্পর্কে জানতে পারলেন।