বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, এক পক্ষ মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নিজেদের সুবিধা নিশ্চিত করেছে এবং আরেক পক্ষ আগামী নির্বাচনকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তিনি আরও বলেন, আন্দোলনের সাফল্য শুধু জনগণের, বিএনপি এর কোনো কৃতিত্ব নিতে চায় না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
আমির খসরু বলেন, বিপ্লবের পর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি এবং কেবল দাবি আদায়ের জন্য ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই পরিবর্তনকে ধারণ করতে না পারে, তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না।