টাঙ্গাইলের মধুপুরে ভিক্ষুক পুনর্বাসন ও তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে সুবিধাভোগীদের মাঝে মধুপুর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরিফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের আওতা ভুক্ত সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ব্যাটারি চালিত অটো রিক্সা, এছাড়াও গ্রাম পুলিশদের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য উপজেলার ২২ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরার জন্য যানবাহন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।
প্রকল্পটি বাস্তবায়ন করে মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। এ প্রকল্পের আওতায় উপহার সামগ্রী হিসেবে রয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ৬ টি ব্যাটারি চালিত অটো রিক্সা, গ্রাম পুলিশদের জন্য ২২ টি বাইসাইকেল, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য ব্যাটারিচালিত যানবাহন। এ ছাড়াও ৫৭ জন হতদরিদ্রর মাঝে শুকনা খাবার বিতরণ করেন জেলা প্রশাসক শরিফা হক।
পরে উপজেলা পরিষদ পরিচালিত তারার মেলা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান জেলা প্রশাসক।