বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় গানবাজ জুনিয়রে আজ সোমবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার কিশোরী শিল্পী সেজ্যোতি দেবনাথের গান পরিবেশন হবে।
গানবাজ জুনিয়রে শিল্পী হিসেবে সেজ্যোতি হাছন রাজা, বাউল, ফোক ও লোকগীতি ধাঁচের পাঁচটি গান পরিবেশন করবে।১২ঃ৪০ মিনিটে এটিএন বাংলার নিয়মিত সংগীত অনুষ্ঠান গানবাজ জুনিয়রে সুযোগ পাওয়া সেজ্যোতি দেবনাথ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী । সাথী রোডের নাথপাড়ার সুবল চন্দ্র দেবনাথ ও কৃষ্ণা দেবনাথ দম্পতির সন্তান সেজ্যোতি ছোটকাল থেকে সংগীতের প্রতি আগ্রহী হয়ে উঠে। হাতেখড়ি পরিবারেই। তাই পারিবারিকভাবে গান শেখার সুযোগ সহজেই পেয়ে যায় সে। এখন মা মেয়ে দুজনেই ওস্তাদের কাছে তালিম নেয়। কদাচিৎ অনুষ্ঠানের মঞ্চেও মা মেয়ের পরিবেশিত সংগীতে দর্শক মাতে। এমন সংগীত প্রিয় পরিবারের মেয়ে হিসেবে শিক্ষা গ্রহণ করে যেমন মানুষের মত মানুষ হওয়ার প্রত্যাশা সেজ্যোতির,তেমনি সংগীতেও এগিয়ে যেতে চায় অনেক দূর।
শালবনবার্তা টোয়েন্টিফোর ডটকমের কাছে একান্ত সাক্ষাৎকার এমনই প্রত্যাশার কথা জানিয়েছে এই কিশোরী শিল্পী। পাশাপাশি সে এটিএন বাংলার গান বাজ জুনিয়র কর্তৃপক্ষ ও এটিএন বাংলা সংশ্লিষ্ট সকালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার সংগীত ওস্তাদ, পরিবারের বাবা মায়ের প্রতি। আহ্বান জানিয়েছে তার গান উপভোগ করবার। বড় শিল্পী হওয়ার দোয়া চেয়েছে দর্শক শ্রোতাসহ সবার কাছে । তার এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন মধুপুরের সাংস্কৃতিক অঙ্গণ সংশ্লিষ্টগণ।
জানা গেছে, শিগগির মধুপুরের আরও দুই শিল্পীর গান পরিবেশিত হবে।