শিক্ষানগরী ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষের ঐতিহ্যে লালিত বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজ। দূর দূরান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের সমাবেশ ঘটে কলেজটিতে। সেই ধারাবাহিকতায় আনন্দ মোহন কলেজেস্থ টাংগাইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশনের আহবানে, টাংগাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মেধাবী ও ভাবুক শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে রোজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পাঁচ ঘটিকায় কলেজ ক্যাম্পাসের সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্ছে অনুষ্ঠিত হয়ে গেলো ভালোবাসার রঙে রাঙানো চা চক্র।
আমি, আমরা আর চা প্রতিপাদ্যে প্রাক্তন শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় চা চক্রটি। প্রাক্তন ও অনুজ এবং অগ্রজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শিক্ষার্থীদের হৃদ্যতার আবেশে দীর্ঘক্ষণ ব্যাকুল করে রাখে। বড় ভাই ও বোনদের কাছে পেয়ে উচ্ছ্বসিত অনুজ শিক্ষার্থীরা। একই সাথে ছোট ভাই ও বোনদের কাছে পেয়ে যারপরনাই খুশি অগ্রজরা। এমনই হৃদ্যতার আড্ডায় প্রায় শত কিলোমিটার দূরের ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্ছ যেন এক খন্ড টাংগাইলে পরিণত হয়। বর্ণিল স্মৃতিচারণ এবং সোনালি দিনের গল্প আর শুভ্র ধোঁয়া উঠা কুসুম কোমল গরম চায়ের আবেশে সকলে যেন খানিক সময়ের জন্য স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই চা চক্র, আগত শিক্ষার্থীদের আকর্ষিত ও আনন্দের উদ্রেক ঘটায়। বর্ণিল চা চক্রে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন টাংগাইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন এর সভাপতি মো. স্বপন মিয়া ও সেক্রেটারি নাঈম রহমান। সেই সাথে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও প্রাক্তন শিক্ষার্থী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের একাংশ।