ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও হ্রাস পেয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করেছে ১ হাজার ২৪১ টাকা, যা গত মাসের তুলনায় ২৯ টাকা কম।
বিইআরসি জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। এর ফলে ভোক্তারা আগের চেয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে, আগস্ট মাসে ৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।
অন্যদিকে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামও সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে সমন্বয় করা হয়েছে। আগস্টে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে, জুলাই মাসে দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
দেশের বাজারে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি ও অটোগ্যাসের দাম প্রতি মাসেই পুনর্নির্ধারণ করছে বিইআরসি। এ পদক্ষেপের ফলে বাজারে ভারসাম্য বজায় থাকছে বলে জানিয়েছে সংস্থাটি।