দেশের অন্যতম অনলাইন গণমাধ্যম শালবনবার্তা টোয়েন্টিফোরডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের (এস.এম শহীদ) জন্মদিন আজ।
তিনি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় একজন জনপ্রিয় লেখক হিসেবেও বেশ আলোচিত একজন সাংবাদিক। তিনি প্রথমে দৈনিক ভোর পরে আজকের কাগজ, প্রথম আলোর মতো মিডিয়াতে কাজ করেন এছাড়াও অনলাইন মিডিয়া বাংলা নিউজ টুয়েন্টি-ফর অনলাইন নিউজে দীর্ঘদিন কাজ করেছেন বর্তমানে তিনি যুগান্তরে কাজ করেন |
তরুণদের জন্য অনেক কিছু করার ভাবনা থেকে তিনি বলেন, 'আমরা আমাদের ওয়েব পোর্টাল বা আমাদের কাজের মাধ্যমে তরুণ বান্ধব একটি যোগাযোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে চাইছি এবং মেধার ভিত্তিতে যোগ্য তরুণদেরকে তাদের কাঙ্খিত গন্তব্য পৌঁছানোর জন্য কাজ করে যাব'।
শালবন বার্তা২৪ ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক ডা. নাজমুল হোসেন রনি বলেন, ‘জীবনের সব চ্যালেঞ্জকে জয় করে আগামীর দিনগুলো ভরে উঠুক সফলতায়, চলার পথগুলো হোক মসৃণ। নেতৃত্ব, সৃজনশীল চিন্তা এবং একাগ্র প্রচেষ্টা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। সাংবাদিকতার এ গুরুত্বপূর্ণ মঞ্চে তিনি যে সততা, পেশাদারিত্ব ও নতুনত্বের সূচনা করেছেন; তা সত্যিই অনুকরণীয়।’ তার জন্য শুভ কামনা সবসময়।’
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১৪ অক্টোবর দেশের উত্তর টাঙ্গাইলে মধুপুর বোয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পূত্র সন্তানের জনক।
শালবনবার্তাটোয়েন্টিফোর পরিবার তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও সফলতা কামনা করে।