টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা,পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোভ্যানরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার ভাইঘাটের বাসিন্দা কাজিম উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন(৫০) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান(২৮)।
একই ঘটনায় নারীও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা হলেন- মুক্তাগাছা উপজেলার কালিবাড়ীর নাছিম উদ্দিনের ছেলে শরীফ(২২), চেচুয়ার আকরামের শিশু কন্যা চায়না(৩), লিয়াকত আলীর স্ত্রী হাওয়া বেগম(৬০),,আড়াইবাড়িয়ার রাসেলের ছেলে রুমান(১০), কালিবাড়ীর সিলিম এলাকার জালাল উদ্দিনের তিন সন্তান খাদিজা(১) নুরুন্নাহার(৩),সুমাইয়া(৬), মধুপুর উপজেলার জলছত্র পঁচিশ মাইল গ্রামের মনিরের মেয়ে মনিরা(১৭), ছানায়ারের মেয়ে মিথিলা(১৫), পিরোজপুরের রাসেলের ছেলে ইকরাম(৪)। এদের মধ্যে আশংকাজনক বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মধুপুর থানার ওসি(তদন্ত) রাসেল আহমেদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনটার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চল এলাকার পঁচিশ মাইলের উত্তরে বড়বাইদ এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে।
ব্যাটারি চালিত অটোভ্যানরিক্সার যাত্রী আহত জলছত্র গ্রামের শিমুল মিয়া জানান, দ্রæত গতির মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পেঁয়াজ ভর্তি পিকআপ ভ্যানের( ঢাকা মেট্রো ন-১৪-১২৮১) সাথে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যে ব্যাটারি চালিত অটোরিক্সা এই সংঘর্ষে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
মধুপুর থানার ওসি এমরানুল কবির দুইজন নিহতের কথা জানিয়েছেন। আশংকাজনক অবস্থায় শিশু নারীসহ অন্তত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।