টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে মনোনয়ন কেন্দ্রিক ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় শহরের দুটি বেসরকারি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর রোড এলাকায় অবস্থিত এশিয়া হসপিটাল ও বাসস্ট্যান্ডের লাইফ কেয়ার হসপিটালে হামলা ও ভাংচুর চালায় সংঘর্ষে জড়িতরা।
হামলার সময় হাসপাতালের কাঁচের দরজা ও বিভিন্ন আসবাবপত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মাঝে।
ঘটনার প্রতিবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জামালপুর রোডে নিজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও মেট্রো হসপিটালের পরিচালক ডা. নাজমুল হোসেন রনি জানান, স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক সহিংসতার বলি হতে দেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বৃহস্পতিবারের মানববন্ধনে সংশ্লিষ্টদের অংশ গ্রহণের আহবানও জানিয়েছেন তিনি।