টাঙ্গাইলের মধুপুরে রাজনৈতিক দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন তিনি।
গত বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক উত্তেজনার জেরে দুই গ্রুপের সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান লাইফ কেয়ার হাসপাতাল (বাসস্ট্যান্ড এলাকা) এবং এশিয়া হসপিটাল (জামালপুর রোড)–এ ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এছাড়া ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয়েও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এডভোকেট মোহাম্মদ আলী ক্ষতিগ্রস্ত তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “রাজনৈতিক সহিংসতা কখনোই কাম্য নয়। নিরপরাধ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”
পরিদর্শন শেষে তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেটও বিতরণ করেন।
লাইফ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন মিয়া বলেন, রাজনৈতিক দুই গ্রুপের সংঘর্ষে আমাদের প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আজ সন্ধ্যায় মোহাম্মদ আলী স্যার এসে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, লাইফ কেয়ার হাসপাতাল এবং ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এ ধরনের রাজনৈতিক সহিংসতা যাতে ভবিষ্যতে না ঘটে, এমন দাবি এলাকাবাসীর।
পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও ক্ষতিগ্রস্তরা দ্রুত ক্ষতিপূরণের বাস্তব উদ্যোগ দেখতে চান।