নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও পর্যন্ত বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে তিনি উল্লেখ করেন, আবেদন করা হলে এবং কমিশন অনুমোদন দিলে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন।
সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন ইসি সচিব। তিনি বলেন, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সচিব স্পষ্ট ভাষায় জানান যে তার জানা মতে তিনি এখনো ভোটার নন।
পরবর্তী প্রশ্নে—তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সচিব বলেন, কমিশন যদি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা পেতে পারেন। এটি সম্পূর্ণ কমিশনের অভ্যন্তরীণ বিবেচনা ও আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
আইনের কোন ধারায় কমিশন এমন সিদ্ধান্ত নিতে পারে—এই প্রশ্নের উত্তরে সচিব বলেন, বিষয়টি ভোটার তালিকা নিবন্ধন আইনেই উল্লেখ রয়েছে। তিনি সাংবাদিকদের ওই আইন পর্যালোচনা করার পরামর্শ দেন এবং জানান যে সংশ্লিষ্ট ধারাগুলো তার মুখস্ত নেই।
বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইনি প্রক্রিয়া উভয় বিবেচনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামীদিনে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিতে পারে। তারেক রহমানের ভোটাধিকার ও প্রার্থীতা—উভয় ইস্যুই বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত।