টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চরনগরবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন। সোমবার (০১/১২/২০২৫) সংগঠনটির উদ্যোগে ৪০ জন কুরআনের হাফিজ ও এতিম শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশন-এর প্রধান উপদেষ্টা ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব খায়রুল ইসলাম। তিনি বলেন,
“মানবিক কাজে সবসময় পাশে থাকতে চাই। মাদ্রাসার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনেই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। কালিহাতী ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য ডা. সৈকত হাসান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মাহবুব হাসান,সভাপতি হাসিব হুসেইন প্রান্ত,সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদ কবির,প্রবাসী বিষয়ক সম্পাদক মাহাদী হাসান মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত ইসলাম,প্রচার সম্পাদক সাব্বির হোসেন,কার্যনির্বাহী সদস্য মোঃ ফয়সাল
এই কর্মসূচির আর্থিক সহযোগিতা করেন মালয়েশিয়া প্রবাসী ও কালিহাতীর সন্তান তানভীর আহমেদ শামীম।