টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের বনাঞ্চলের ধরাটী কোনাবাড়ি এলাকার ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে তার সৎপিতা মাদকাসক্ত মনির নকরেকের বিরুদ্ধে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলছত্র ২৫ মাইল বাজার এলাকায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে শিশু নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনা দিনদিন বাড়ছে। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। তাই অভিযুক্ত মাদকাসক্ত মনির নকরেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার চেয়ারম্যান উৎপল রেমা, বাগাছাস'র কেন্দ্রীয় সভাপতি অনিক রেমা, মধুপুর শাখার সিনিয়র সহ-সভাপতি লুসন খোকশি, সাবেক সভাপতি বিজয় হাজং, গাসুসের সাংগঠনিক সম্পাদক শ্রাবণ রুগা, সাবেক যোগাযোগ ও গণমাধ্যম সম্পাদক সংগীত চিরান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ জাংগালিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রেগেন রেমা, সালগিত্লাল যুব সংগঠনের সাবেক সভাপতি রামসিং দালবৎ, ভিক্টিমের মা নুসাংগ্গী দালবৎ।
বক্তারা অভিযোগ করেন, মনির নকরেক পূর্ব থেকেই শিশুটির ওপর মানসিক চাপ সৃষ্টি করছিল। ঘটনার দিন ঘরে একা পেয়ে সে শিশুটিকে স্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করর। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।