১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয় কর্নেল (অব.) আজাদ সমর্থক গোষ্ঠীর ব্যানারে। দিনব্যাপী এ ক্রীড়া উৎসবটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আজাদ স্পোর্টিং ক্লাব খেলার মাঠে।
৫৪-তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লে. কর্নেল (অব.) মো.আসাদুল ইসলাম (আজাদ), পি.এস.সি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও শ্রেণির অংশগ্রহণকারীরা বিশষ করে গ্রামীণ ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ছোট, মাঝারি ও বড় ছেলেমেয়েদের জন্য যেমন ছিল খেলার ইভেন্ট তেমনি বয়স্কদের জন্যও ছিল মজার ও আনন্দের ইভেন্ট। দৌড়, মোরগ লড়াই, গুপ্তধন উদ্ধার , লং জাম্প, হাই জাম্প, রশি টানাটানি (মোটা বনাম চিকন), যেমন খুশি তেমন সাজা, ম্যারাথন দৌড়, ফুটবল গেইম (বিবাহিত বনাম অবিবাহিত), মোটরসাইকেল স্লো রেস, বিস্কুট দৌড়, অংক দৌড়, ভারসাম্য দৌড়, মিউজিক্যাল চেয়ার, পাড়ে পুকুরে, ভারসাম্য দৌড় ইত্যাদি।
প্রতিযোগিতা শেষে মাগরিবের নামাজের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব।
অনুষ্ঠানটি স্থানীয় সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে সকালে ধনবাড়ী উপজেলা শহরে আজাদ সমর্থক গোষ্ঠীর ব্যানারে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিশাল ওই মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।