আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে টাঙ্গাইলের মধুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রীতি হাডুডু ম্যাচ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিংগারবাড়ী মোড়ে যুব সমাজের আয়োজনে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ী এলাকায় এ খেলার আয়োজন করা হয়। যুবক থেকে বৃদ্ধ ও দূর-দূরান্ত থেকে আসা খেলাপ্রেমী সমর্থকেরা খেলাটি উপভোগ করেন। আয়োজক কমিটি ও স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে এবং তরুণ প্রজন্মকে হাডুডু খেলার রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানে প্রীতি হাডুডু খেলাটি আয়োজন করা হয়। এ হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকাল থেকেই গ্রামের নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু-কিশোররা। খেলায় নয়ন একাদশ ও আকরামুল একাদশ দল অংশ নেয়। এতে নয়ন একাদশ দল বিজয়ী হয়।
খেলা দেখতে আসা সিংগারবাড়ী গ্রামের মোবারক হেসেন জানান, হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা। অনেক দিন পর গ্রাম বাংলার খেলাটি দেখে অনেক ভালো লেগেছে। তবে যেকোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি আরো বলেন, যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, একই সাথে প্রাণঘাতি মাদক ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে। এই আসক্তি থেকে বের করে আনার জন্য যুব সমাজের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য, এ খেলা দেখে আমরা আনন্দিত।
আকরাম একাদশের খেলোয়াড় উমর ফারুক জানান, হাডুডু খেলা জাতীয় খেলা। খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেরে আমরাও আনন্দিত। তবে নতুন নতুন ভালো খেলোয়াড় তৈরি করতে হাডুডু খেলার প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি। আকরামুল ইসলাম বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। গোলাবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আসাদুজ্জামান খালেক। গোলাবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হুসেন আলী। গোলাবাড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।