পরিবেশ ছাড়পত্রবিহীন পরিচালিত টাঙ্গাইলের মধুপুরের পাঁচটি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে। একই সাথে ইট প্রস্তুত আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় এবং কিলন ভেঙ্গে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপি পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও জেলা প্রশাসন টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নওশাদ আলম এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়, পাশাপাশি অবৈধ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালিত হয় কালামাঝি গ্রামের মেসার্স বিজয় ব্রিকস,কুড়ালিয়ার সিটি ব্রিকস,এস কে বি ব্রিকস,দড়িহাতিলের তিতাস ও মধুপুর ব্রিকস ইট প্রস্তুত কারখানায়। বিজয় ব্রিকস মালিককে ৫ লাখ ও বাকি ৪ ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। আইনশৃঙ্খলা রক্ষায় মধুপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ও কৃষিজমি রক্ষার স্বার্থে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।