টাঙ্গাইলের মধুপুরে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার সংলগ্ন দড়িহাতীল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মো. সাজ্জাদুর রহমান সাগর। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য এবং দড়িহাতীল গ্রামের আব্দুল কদ্দুস মাস্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও ছাত্রলীগ নেতা সাগরকে গ্রেফতার করা হয়েছিল। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সময় পুলিশের নজরদারিতে ছিলেন।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য হওয়ায় অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।