টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী মনোনয়ন ঝুঁকি এড়াতে প্রার্থী রদবদল করলেও শেষ পর্যন্ত উভয় প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোন্তাজ আলী। তবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের তিন বছর পূর্ণ না হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনের বিধি মতে তার মনোনয়ন বাতিলের সম্ভাবনা তৈরি হয়। এ কারণে দলীয়ভাবে ঝুঁকি এড়াতে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।
পরবর্তীতে দল চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করে ডা. আব্দুল্লাহ হেল কাফিকে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং কয়েক বছর আগে চাকরি থেকে অব্যাহতি নেন। ডা. আব্দুল্লাহ হেল কাফি ধনবাড়ী উপজেলার ভাইঘাটের সমতকুড় গ্রামের বাসিন্দা এবং হাসমত আলীর ছেলে।
সোমবার বিকেলে ডা. আব্দুল্লাহ হেল কাফি জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হকের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে একই দিনে বিকেলে সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলীও মনোনয়নপত্র জমা দেন। তিনি উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও পৌর কর্ম পরিষদের সদস্য সাইফুল্লাহ বিন মানছুর বিষয়টি নিশ্চিত করেছেন।