টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিয়াদ। তিনি দেলদুয়ার উপজেলার বারকুড়িয়া গ্রামের পিন্নু মিয়ার ছেলে। রিয়াদ গোড়াই সাউথ ইস্ট কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে আলোকিত মধুপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে রিয়াদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীবাহী বাসটি জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।